ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাকের চাপায় নারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
পঞ্চগড়ে ট্রাকের চাপায় নারী নিহত

পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাকের চাপায় ফুল আরা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) সকালে বোদা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুল আরা উপজেলার সর্দরপাড়া এলাকার আজিমুদ্দিনের স্ত্রী।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে বোদা বাইপাস সড়কে ধান শুকাতে দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।