ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
পুঠিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক আটক দম্পতি

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

রোববার (১০ ডিসেম্বর) ভোরে বেলপুকুরের ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার মনজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী মাহমুদা আক্তার মিমকে (১৯) আটক করা হয়।

আটকদের কাছ থেকে এক হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম জানান, আটক দম্পতি চট্টগ্রাম থেকে রাজশাহীগামী একটি বাসে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় লাগেজের হাতলের ভেতর থেকে ইয়াবা পাওয়া যায়।

দুপুরে ওই দম্পতিকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।