ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১০ ডিসেম্বর মুক্ত ময়মনসিংহে ওড়ে লাল-সবুজ পতাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
১০ ডিসেম্বর মুক্ত ময়মনসিংহে ওড়ে লাল-সবুজ পতাকা ময়মনসিংহকে হানাদারমুক্ত করার পর বীর মুক্তিযোদ্ধাদের জয়োল্লাস; ফাইল ছবি

ময়মনসিংহ: পাকিস্তানি হানাদারেরা কোনোমতেই টিকতে পারছিল না। দিশেহারা হয়ে পড়েছিল মুক্তিবাহিনী  ও মিত্রবাহিনীর যৌথ সাঁড়াশি আক্রমণের মুখে। সূর্যের আলো ফোটার আগেই ময়মনসিংহ শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছিল হানাদাররা। দিনটি ছিল ১৯৭১ সালের ১০ ডিসেম্বর।

পাক হানাদারদের কবলমুক্ত হবার আনন্দে সেইদিন মেতে উঠেছিল ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। তারা মুক্ত ময়মনসিংহে উড়িয়েছিলেন রক্তের দামে কেনা লাল সবুজের পতাকা।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর করে তুলেছিলেন গোটা ময়মনসিংহ।

জানা যায়, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ১১ নম্বর সেক্টরের এফ.জে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর ১৩ রাজপুত রেজিমেন্ট ও ৯৫ ব্রিগেডের ৫৭ মাউন্টেন ডিভিশন যৌথভাবে ময়মনসিংহ অঞ্চলে অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা আঁটে।  

পরে মুক্তিবাহিনী ভারত সীমান্তঘেঁষা উপজেলা হালুয়াঘাট দিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে দিশেহারা পাকিস্তানি হানাদার বাহিনী টিকতে না পেরে পিছু হটতে থাকে।  

৯ ডিসেম্বর পাকিস্তানিরা প্রথমে ফুলপুরেএবং পেরে তারাকান্দা, শম্ভুগঞ্জ ও ময়মনসিংহ শহর ছেড়ে টাঙ্গাইল জেলার ভেতর দিয়ে ঢাকায় পালিয়ে যেতে শুরু করে। ১০ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী ময়মনসিংহ শহর ছেড়ে পালিয়ে যায়।

১০ ডিসেম্বর মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার সান সিং বাবাজী ও মুক্তিবাহিনীর যুব শিবিরের প্রধান বর্তমান  ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান মুক্তিযোদ্ধা-জনতার বিজয় মিছিলে নেতৃত্ব দেন। পরে মিত্রবাহিনীর সান সিং বাবাজীকে সঙ্গে নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা।

‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) শহরের ছোটবাজার মুক্তমঞ্চের সামনে থেকে সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বের হবে মুক্তিযোদ্ধা জনতার বিজয় শোভাযাত্রা। এ শোভাযাত্রার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য তরুণ আ’লীগ নেতা আনোয়ারুল আবেদিন খান তুহিন।

বিকেল সাড়ে ৩টায় একই স্থানে ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক।

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ডা: এম.আমান উল্লাহ।

আলোচনায় অংশ নেবেন ময়মনসিংহ জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান। পরে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএএএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।