ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবসে শোভাযাত্রা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবসে শোভাযাত্রা ময়মনসিংহ মুক্ত দিবসে বাকৃবিতে শোভাযাত্রা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় শোভাযাত্রা করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাক হানাদার মুক্ত হয়।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

উদ্বোধন শেষে প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

শোভাযাত্রাটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

পরে ভারপ্রাপ্ত উপাচার্য মুক্তিযুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী শহীদ হয়েছেন তাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।