ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মদনে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
মদনে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এসময় তিনি মদন উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

এছাড়া একই প্রক্রিয়ায় দেশের আরো নয়টি উপজেলায় একযোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্স অংশ নেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ্ উদ্দিন, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।  

নেত্রকোনা পল্লীবিদ্যুত সমিতি সূত্রে জানা যায়, মদনের জন্য বাংলাদেশ পল্লী বিদ‍্যুতায়ন বোর্ড ৮২ দশমিক ৫০ কোটি টাকা ব্যয় করে ৫৩০ কিলোমিটার বিদ্যুতের লাইন স্থাপন, ৩০৩৬৩টি নতুন সংযোগ চালু ও একটি উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে উপজেলায় শতভাগ বিদ‍্যুতায়ন নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।