ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়া ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ভাণ্ডারিয়া ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ইজিবাইকের চাপায় মঙ্গলিকা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকালে ভাণ্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে। নিহত মঙ্গলিকা নদমুলা গ্রামের পিন্টু এদবরের মেয়ে এবং নদমুলা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী।

ভাণ্ডারিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হাসান বাংলানিউজকে জানান, রোববার সকাল ১০টার দিকে মঙ্গলিকা এদবর বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রঞ্জন কুমার বর্মণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।