ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কৃষক হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
কৃষক হত্যার ঘটনায় ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল ওয়াদুদ (৪০) নামে এক কৃষককে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ক্ষেতলাল থানায় নিহতের ছোট ভাই আশেক আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- স্থানীয় ইউপি সদস্য ও মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা, তালশন গ্রামের ইউসুফ আলী ও তার তিন ছেলে ইয়াকুব আলী, তোজাম হোসেন, তোয়াব হোসেন ও জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের কুতুব উদ্দীনের ছেলে আব্দুল আলীম।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কোদালের কোপে নিহত হন কৃষক আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার চাচা আব্দুল হামিদ গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।