ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় সন্ত্রাসী আলী আকবর গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
পেকুয়ায় সন্ত্রাসী আলী আকবর গ্রেফতার 

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসী আলী আকবরকে গ্রেফতর করেছে পুলিশ। তার বিরুদ্ধে হামলাসহ নানা অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আলী আকবর একই এলাকার মৃত রোস্তম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বাংলানিউজকে বলেন, আলী আকবরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
টিটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।