ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানবাধিকার দিবসে কুড়িগ্রামে বিএনপি’র মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
মানবাধিকার দিবসে কুড়িগ্রামে বিএনপি’র মানববন্ধন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন/ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বিচার বর্হিভূত হত্যা, গুম ও অপহরণের প্রতিবাদে আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক।

এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ সরকারের হাতে কেউ নিরাপদ নয়। শুধু বিরোধীদল ও মতের প্রতি নয়, সরকারের সঙ্গে কারো যদি মত পার্থক্য হয় তাহলে তারা গুমের শিকার হচ্ছে। অপহরণের শিকার হচ্ছে অথবা বিচার বর্হিভূত হত্যার শিকার হচ্ছে। বিচারবর্হিভূত হত্যা, গুম ও অপহরণ রোধে আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এফইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।