ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আমনুরার ঝিলিম বাজার এলাকায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মণ্ডল, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম মনজুর রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসম্বের ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।