ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

গাজীপুর: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক দলের নেতারা যদি একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ হন তবে আগামী ১০ বছরে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।

রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো দেশ দুর্নীতি রোধ করতে পারেনি। দুর্নীতি রোধ করতে অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, আমাদের দুর্নীতি যদি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নীত করা সম্ভব। কঠিন হলেও দুর্নীতি রোধ করা অসম্ভব নয়। বর্তমানে সরকারি/বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে সেবা গ্রহীতারা দুর্নীতির শিকার হন। এক জরিপে দেখা গেছে ৬৭ শতাংশ সেবা গ্রহীতা কোনো না কোনোভাবে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। এর মধ্যে যারা ঘুষ দিয়েছেন তাদের ৭০ শতাংশই মনে করেন ঘুষ ছাড়া সেবা পাওয়ার উপায় নেই।

তিনি আরও বলেন, দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ, এটা অবশ্যই দুর্নীতিবাজদের জানাতে হবে। তাদের বিচারের আওতায় আনতে পারলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। দুর্নীতি হ্রাসের আরেকটি শক্তিশালী বিষয় হচ্ছে সামাজিক আন্দোলন গড়ে তোলা।  

সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক মো. আয়েশ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সংকর শরণ সাহা, বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শুকুর, গাজীপুর সনাকের সহ-সভাপতি অধ্যাপক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সদস্য অধ্যাপক এমএ বারী, অধ্যাপক মো. শহীদ উল্লাহ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।