ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীর ইউএনও থামালেন নবম শ্রেণির ছাত্রীর বিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আমতলীর ইউএনও থামালেন নবম শ্রেণির ছাত্রীর বিয়ে

বরগুনা: বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো তানজিলা নামে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমতলী সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের বিয়ে বাড়িতে ইউএনও উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন।

ইউএনও মো. সরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নীলগঞ্জ গ্রামের নুরজামাল খানের মেয়ে তানজিলার (১৪) সঙ্গে নিকটস্থ কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমানের সঙ্গে রাত ৯টায় বিয়ের ক্ষণ ঠিক হয়।

 

ইউএনও বলেন, খবর পেয়ে রাতেই তানজিলার বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে তার বাবা নুরজামাল ও দাদা রশিদ খানকে বুঝিয়ে বলি। এরপর তারা তাদের ভুল বুঝতে পেরে তানজিলার বাল্য বিয়ে বন্ধের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।