ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
সাভারে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

সাভার, ঢাকা: সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে শহিদুল ইসলাম খাঁন শিপলুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক শিপলু বাংলানিউজকে জানান, ভোর রাতে তার ফ্ল্যাটের রান্না ঘরের গ্রিল কেটে ১০-১৫ জনের একদল ডাকাত ঢোকে।

পরে শোবার ঘরে ঢুকে তারা তার স্ত্রী রুবিনা আক্তারসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে রাখা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, কম্পিউটার, মোবাইল ফোন তিনটিসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম বাংলানিউজকে জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে ও ডাকাত সদস্যদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।