ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ার বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
পুঠিয়ার বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক র‌্যাবের হাতে আটক দুই সন্ত্রাসী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নামাজগ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নামাজগ্রাম এলাকার মাহমুদুল হাসান রান্টু (৩১) ও আমজাদ হোসেন (৩২)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজশাহীর পুঠিয়ার নামাজগ্রামে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়।  

বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।