ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৫ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
লালমনিরহাটে ৫ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

লালমনিরহাট: লালমনিরহাটে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাটগ্রাম উপজেলা সদরের মৃত আব্দুল কাদেরের ছেলে রেজওয়ান কবীর সোহাগ (৩০), একই এলাকার একাব্বর আলীর ছেলে সাইজুল হক (৩৯), আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই উপজেলার বাউরা এলাকার মিজানুর রহমানের ছেলে ডা. আরিফুজ্জামান আরিফ (২৭)।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল হক বাংলানিউজকে জানান, সদর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা তদন্ত করতে চোর চক্রটির ম‍ূলহোতা মিজানুর ও সাইজুলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, রেজওয়ান ও আরিফকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।