ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাখাতে ব্যাপক পরিবর্তন হয়েছে: শিক্ষামন্ত্রী   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
শিক্ষাখাতে ব্যাপক পরিবর্তন হয়েছে: শিক্ষামন্ত্রী    সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে পরিবর্তনের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। আর এ জন্যই দেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।  

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে যোগ দেওয়া শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

তবেই শিক্ষায় আলোকিত হওয়ার হওয়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ সৃষ্টি হবে।  

তিনি বলেন, ‘শিক্ষার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি মানোন্নয়নও গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের জন্য নতুন নতুন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও কাজ করছে। ’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রায় ১ হাজার ৫৮০ জন স্নাতককে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া সেরা ফলাফলের জন্য দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর ও ৩০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়েছে।  

বিশ্ববিদ্যালয়টির ১২ তম সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসএন/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।