ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি মামলায় তিতাসের সাবেক জিএম’র বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
দুর্নীতি মামলায় তিতাসের সাবেক জিএম’র বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. মনজুরুল হকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার এ চার্জশিট দাখিল করেন।

দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬০ লাখ ৭৫ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮০ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৪ জানুয়ারি রমনা মডেল (ডিএমপি) থানায় এ মামলাটি করেন দুদকের উপপরিচালক সেলিনা আখতার।

সম্পদের হিসাব চেয়ে ২০১৬ সালের ১৯ মে মনজুরুল হককে নোটিশ দেয় দুদক। ১৮ অক্টোবর তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬০ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮০ লাখ টাকা আয়কর নথিতে প্রদর্শন করলেও ওই সম্পদের উৎসের বর্ণনা দিতে না পারায় এ মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।