ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালীতে পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
মধুখালীতে পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের পাঁচ দিন পর জনি শেখ (১৮) নামে এক তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মধুখালী পৌর এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বনমালদিয়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জনি শেখ মধুখালী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বনমালিদিয়া মহল্লার বাসিন্দা ক্ষুদ্র মুদি ব্যবসায়ী মো. জলিল শেখের ছেলে।

জনি শেখ বাড়ির সামনে ডিম সিদ্ধ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচদিন আগে গত শুক্রবার (০৮ ডিসেম্বর) রাতে ডিম বিক্রি শেষে বাড়ি থেকে বের হয় জনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

বুধবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্পালয়ের সামনের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে ওই পুকুরে ফেলে রেখে গেছে খুনিরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।