ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পৌরসভার উদ্যোগে যাত্রী ছাউনি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
সাভারে পৌরসভার উদ্যোগে যাত্রী ছাউনি  যাত্রী ছাউনির উদ্বোধন করছেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে পৌরসভার উদ্যোগে একটি নতুন যাত্রী ছাউনি উদ্বোধন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে রেডিও কলোনি এলাকায় পাকিজা গ্রুপের অর্থায়নে এ যাত্রী ছাউনি নির্মাণ করা হয়।

সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যাত্রী ছাউনি উদ্বোধন করেন।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন সাভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, পাকিজা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার এস এম মহিদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, নঈমুল ইসলাম নঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।