ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৪২) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কামারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফুলের বাড়ি নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নে।

কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বাংলানিউজকে জানান, বিকেলে ওই এলাকার আফজাল অটো রাইস মিলে কাজ করছিলেন আশরাফুল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।