ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নেত্রকোনা: নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে রানা মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা শহরের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রানা চকপাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে চকপাড়ায় যাত্রী নামানোর পর অটোরিকশা ঘুরাচ্ছিলেন রানা। এসময় ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬৪ নম্বর ডাউন লোকাল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে ছিটকে রেললাইনে পড়ে যান তিনি। এসময় ট্রেনটি তার দু’পায়ের ওপর দিয়ে চলে গেলে পা দু’টি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।