ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে র‌্যালি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে মিলিত হয়।

এসময় শহীদদের স্মরণে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা রেজিস্টার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভাগ, কর্মকর্তা সমিতি, আবাসিক হল, ইবি প্রেসক্লাব, ইবি সাংবাদিক সমিতি, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।