ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খালিয়াজুরীতে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
খালিয়াজুরীতে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে আলতু চৌধুরী (৬২) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আব্দুল হান্নান চৌধুরী (৫৫) ও গোলাপ চৌধুরীসহ (৫০) ৬১ জনকে আসামি করে নিহতের ছেলে মো. ওবায়দুল্লাহ মামলাটি দায়ের করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েল বাংলানিউজকে জানান, মামলার আসামি হান্নান ও গোলাপকে সংঘর্ষের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামে একটি জলমহাল দখল করাকে কেন্দ্র করে নবাব চৌধুরী ও দুলাল সরকার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গলায় বল্লমের আঘাতে এক ব্যক্তি নিহত হন। এসময় আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২০ জন।

** খালিয়াজুরীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।