ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
দিনাজপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে শুক্কুর আলী ও সংকরপুর সোনারপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে সাইফুল।  

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে থেকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুস সাকিব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া কাশেমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ মো. শুক্কুর আলীকে ও সদর উপজেলার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।

এরআগে গত ২৪ আগস্ট রাতে দিনাজপুর শহরের বালুবাড়ী কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ শুক্কুর আলীকে আটক করা হয়েছিলো। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গত এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পেয়েছে শুক্কুর আলী।

দীর্ঘদিন ধরেই তারা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মেজর তালুকদার নাজমুস সাকিব।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।