ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
খুলনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, চিত্রপ্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।  

দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সিএ হালিম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান এবং প্রফেসর আনোয়ারুল কাদির।

এছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষকসহ পেশাজীবীরা দিবসটি সম্পর্কে আলোচনা করেন।

বক্তারা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী বুঝতে পেরেছিল তাদের পরাজয় নিশ্চিত। এ জন্যই ১০-১৪ ডিসেম্বরের মধ্যে দেশকে মেধাশূন্য করার জন্য বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তাদের মূল লক্ষ্য ছিল লড়াকু বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও যেন বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু, দুর্বল ও দিক-নির্দেশনাহীন হয়ে পড়ে।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

অনুরূপভাবে বিএনপির নেতা কর্মীরা দিবসটিতে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এদিকে, খুলনা প্রেস ক্লাবও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি এসএম হাবিব।

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সকালে কেইউজের কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করে। ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি এসএম জাহিদ হোসেন।

দিবসটিতে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণসহ জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে। পরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভার আয়োজন করে এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।