ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা  সভায় জেলা প্রশাসক হোমায়রা বেগম। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

 

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহবুবুল আলম প্রমুখ।  

আলোচনা শুরুর পূর্বে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।