ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় ২৪৩ গ্রাহক পেলো বিদ্যুৎ সুবিধা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ফুলবাড়িয়ায় ২৪৩ গ্রাহক পেলো বিদ্যুৎ সুবিধা  বিদ্যুতায়ন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ অতিথিরা/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৪৩ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছেন। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাওগাঁও ইউনিয়নের হরিরাম, কষ্টগড়া গ্রামে এ বিদ্যুতায়ন অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদের সদস্য রুহুল আমিন, ১ নম্বর নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন।

 

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম আবুল কালাম আজাদ জানান, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ বিদ্যুৎ লাইনের জন্য ব্যয় হয়েছে ৮২ লাখ ৫২ হাজার ৮শ টাকা।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।