ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে সরলো ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ নামফলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
অবশেষে সরলো ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ নামফলক স্বাধীনতার ৪৬ বছর পর অপসারিত হলো ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ নামফলক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: অবশেষে সোনালী ব্যাংকের টাঙ্গাইল প্রধান শাখা থেকে ‘ন্যাশনাল ব্যাঙ্ক (ব্যাংক) অব পাকিস্তান’ নামফলকটি সরিয়ে ফেলা হয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পরও এটি শোভা পাচ্ছিল সেখানে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ‘স্বাধীন বাংলায় ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের নামফলক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় বাংলানিউজে।

এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নামফলকটি সরিয়ে ফেলেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

সোনালী ব্যাংকের টাঙ্গাইল শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশাররফ হোসেন বাংলানিউজকে জানান, ফলকটি অপসারণের মধ্য দিয়ে দায়মুক্ত হলেন তারা।

তুলে ফেলার আগে ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ নামফলক।                                          ছবি: বাংলানিউজতুলে ফেলা নামফলকটির তথ্য অনুসারে, ১৯৬৮ সালের ১৮ মে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের টাঙ্গাইল শাখাটির উদ্বোধন করেন তৎকালীন পুর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী ডক্টর মির্জ্জা নুরুল হুদা।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে অধ্যাদেশ জারি করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান, প্রিমিয়ার ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বাহাওয়ালপুরকে অধিগ্রহণ করে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা করে নবগঠিত বাংলাদেশ ব্যাংক। তখন থেকেই ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান বিলুপ্ত হয়ে যায়।

মহান স্বাধীনতার ৪৬ বছর পরও টাঙ্গাইলে প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের নামফলকটি পরিবর্তন বা সরিয়ে ফেলেননি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এএসআর
**
স্বাধীন বাংলায় ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের নামফলক!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।