ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
কালাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামে নবান্ন উৎসবের অনুষ্ঠানে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বছরের অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার করিমপুর গ্রামে নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। নবান্ন উৎসব উপলক্ষে ওই গ্রামে গ্রামীণ মেলা বসে। বিকেলে মেলাতেই বেলুন ফোলানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে শিশুসহ পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।