ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোর জেলা ইমাম পরিষদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
যশোর জেলা ইমাম পরিষদের বিক্ষোভ বিক্ষোভ মিছিলে ইমাম পরিষদের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

যশোর: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ করে তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

জেলা ইমাম পরিষদের সভাপতি আনোয়ারুল করিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ইমাম পরিষদের উপদেষ্টা আব্দুল কাদের সাহেব, মুফতি মুজিবুর রহমান, নাজমুল হক, কেরামত আলী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির উদ্দীন, শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আনোয়ার হাফিজুর রহমান, মাওলানা নাসিরুল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।