ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি শিশু-কিশোর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ভারত থেকে ফেরত এলো ১৫ বাংলাদেশি শিশু-কিশোর ফেরত আসা শিশু কিশোররা

দিনাজপুর: দীর্ঘদিন ভারতে আটক থাকার পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে অবৈধভাবে ভারত যাওয়া ১৫ শিশু-কিশোর।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তারা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই ১৫ বাংলাদেশি শিশু-কিশোর পর্যায়ক্রমে ১৬ থেকে ২৪ মাস আটক থাকে ভারতে।

এই শিশু-কিশোরদের সবাই দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। এরা এই দুই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ১৬ থেকে ২৪ মাস ভারতে আটক রেখে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দিনাজপুর হিলি ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আফতাব আহমেদ বাংলানিউজকে জানান, ফেরত আসা ১৫ শিশু-কিশোরদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে ভারতীয় পুলিশ এই শিশু-কিশোরদের আমাদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।