ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিএমজেটিএ’র সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
লক্ষ্মীপুরে বিএমজেটিএ’র সম্মেলন 

লক্ষ্মীপুর: বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের (বিএমজেটিএ) লক্ষ্মীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার যাদৈয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।  

সম্মেলনে বিএমজেটিএ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আলীকে সভাপতি, মো. ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক ও মো. ওয়াজি উল্যাহ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করেন।

বিশেষ অতিথি ছিলেন বিএমজেটিএ’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা সহকারী শিক্ষক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, শায়েস্তানগর মিশন দাখিল মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসাইন শিমুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।