ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরখানে ভাইয়ের হাতে ৭ বছরের ভাই খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
উত্তরখানে ভাইয়ের হাতে ৭ বছরের ভাই খুন ছবি: প্রতীকী

ঢাকাঃ রাজধানীর উত্তরখানে ছিমরান (৭) নামে এক শিশুকে গলাটিপে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খবর পেয়ে উত্তরখান উজ্জামপুর ঘাট সংলগ্ন একটি ভাসমান নৌকার পাটাতন থেকে শিশু ছিমরানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করেছে মৃত শিশুর সৎ ভাই বাপ্পিকে (২২)।

সকল আইনি প্রক্ষিয়া শেষে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠিয়েছে পুলিশ।

উত্তরখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বাংলানিউজকে জানান, মৃত ছিমরান তার পরিবারের সাথে উজ্জামপুর এলাকায় থাকতো। তার পিতার নাম নাসির উদ্দিন।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে মৃত শিশুর সৎ ভাই বাপ্পি তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মৃত ছিমরানের মা সুফিয়া বেগম একটি মামলা করেছে। মামলায় বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।