ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গঙ্গামতিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
গঙ্গামতিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মনির, জাফর, খসরুল, তোফায়েল, তাওহীদের নাম জানা গেছে। এদের বেশ কয়েকজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, মারামারির একটি মামলার সূত্র ধরে চর গঙ্গামতি এলাকায় তদন্তে যায় থানা পুলিশ। এ সময় কবির নামে একজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেয় প্রতিপক্ষ শাহীনের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দুই দফায় সংঘাত ঘটলে ৭ জন আহত হন।

স্থানীয়দের দাবি. পুলিশের সামনেই প্রথম মারামারির ঘটনা ঘটে।

তবে মহিপুর থানার এসআই হাফিজ বলেন, পুলিশের সামনে কোন ঝামেলা হয়নি। একটি মামলায় একজনকে গ্রেফতারের পরে আসামিপক্ষ ও বাদীপক্ষের মধ্যে ঝামেলা হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।