ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা লেডিস ক্লাবের ছাদ ধসে ৪ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
সাতক্ষীরা লেডিস ক্লাবের ছাদ ধসে ৪ শ্রমিক আহত আহতদের সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতক্ষীরা: সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে চার শ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জেলখানা গেট সংলগ্ন লেডিস ক্লাবে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার বাকাল দৌলতপুরের শহীদুল ইসলামের ছেলে আক্তার হোসেন, সাতক্ষীরা নিউমার্কেট এলাকার আব্দুর রশিদের ছেলে ইসমাইল হোসেন, কামালনগর গ্রামের রমজান কারিগরের ছেলে ফারুক হোসেন ও ইটাগাছার ইনতাজ আলীর ছেলে ইমরান হোসেন।

 

সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইমদাম হোসেন বাংলানিউজকে জানান, সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙার টেন্ডার পেয়েছেন ঠিকাদার নারায়ণ শিকদার। তিনি শ্রমিক নিয়ে সকালে ওই ভবন ভাঙাতে শুরু করেন। একপর্যায়ে ভবনের দেওয়াল ভাঙতে শুরু করলে হঠাৎ ছাদ ধসে পড়ে। এতে চার শ্রমিক আহত হন। তাদের সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরো জানান, আহতদের মধ্যে আক্তার হোসেনের অবস্থা গুরুতর। তার কোমর ও পা ভেঙে গেছে।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।