ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জের বিজয়স্তম্ভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
প্রস্তুত হচ্ছে নারায়ণগঞ্জের বিজয়স্তম্ভ ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে নারায়াণগঞ্জের বিজয়স্তম্ভ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে নারায়াণগঞ্জের বিজয়স্তম্ভ।

সরেজমিনে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দেখা যায়, চাষাঢ়া বিজয় স্তম্ভ পরিস্কার করছে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল হক বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের অনুরোধে এ বিজয় স্তম্ভ ধুয়ে-মুছে পরিস্কার করা হচ্ছে।

বিশেষ দিনের আগে আমরা সব স্থানগুলো ধুয়ে প্রস্তুত করে রাখি। এ ছাড়া বছরের বাকি দিনগুলো জেলা প্রশাসন ও সিটি কপোরেশন কর্তৃপক্ষই এ দেখভাল করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।