ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বাস উল্টে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মাধবপুরে বাস উল্টে আহত ১০ বাস উল্টে আহত ১০। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্যামকো ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে তাদের নাম-পরিচয় জান‍া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটগামী একটি বাস শ্যামকো ফিলিং স্টেশনের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।