ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিজয় দিবসে ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচি

ময়মনসিংহ: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হবে।  

পরে ভোর ৬টা ৩৬ মিনিটে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে।

ওই সময় থেকেই সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।  

সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হবে। সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন হবে। সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ময়মনসিংহ রাইফেলস ক্লাবে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

এরপর বেলা ১১টার দিকে সার্কিট হাউজ জিমনেশিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। দিনব্যাপী নগরীর প্রতিটি সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও সব পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হবে।  

হাসপাতাল, শিশু সদন, এতিমখানাসহ জেলখানা, বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিকেল ৩টায় সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলা ক্রীড়া সংস্থার মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

পরে বিকেল ৪টা থেকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।