ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
নবীনগরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাশারুক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

শিশুটি উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের মনির হোসেনের ছেলে।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বাংলানিউজকে জানান,  আব্দুল্লাহ দুপুরে বাশারুক গ্রামে নানা বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।