ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
গোপালগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বেতন বৈষম্য দূর করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শুক্রবার (১৫ ডিসম্বের) দুপুরে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরামে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম সিকদার।

এছাড়াও বক্তব্য দেন- জেলা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান শেখ, কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান, কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রসময় রত্ন ও টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।