ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
ফরিদপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আরিয়ানা লিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের শোভারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়ান ওই গ্রামের আরিফুল ইসলাম লিটনের মেয়ে ও শহরের সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের নার্সারি ক্লাসের ছাত্রী ছিল।

 

নিহত লিয়ানের দাদী জাহানারা বেগম লিলি বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয় যুবকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
আরকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।