ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে লাঠি খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে লাঠি খেলা বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে লাঠি খেলা

রাজবাড়ী: মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহেনা বেগম ফাউন্ডেশন এ খেলার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা প্রশাসক মো. শওকত আলীর সহধর্মিনী মর্জিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান প্রমুখ।

লাঠি খেলায় তিনটি দলে ৪০ জন খেলোয়াড় অংশ নেন। লেখা শেষে তিন দলের মধ্যে একটি করে ট্রফি ও নগদ তিন হাজার করে টাকা পুরষ্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়:  ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।