ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে জখম

খুলনা: খুলনায় একাধিক মামলার আসামি রিপন মুন্সিকে কুপিয়ে (৩০ কোপ) জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর মহানগরীর খালিশপুরের কাশিপুর ইউনিয়ন মাঠে এ ঘটনা ঘটে। রিপন কাশিপুর এলাকার মান্নান মুন্সির ছেলে।

তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান বলেন, রিপন মুন্সির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দুইদিন আগে পটকা সুমন হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হন তিনি। প্রতিশোধ নিতে প্রতিপক্ষ তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খুমেক হাসপাতালের সার্জারি ইউনিট-১ এর ইন্টার্ন চিকিৎসক মো. কায়েস বলেন, আহত রিপনের অবস্থা আশংকাজনক। শরীরের অধিকাংশ জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে শিরা কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।