ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে প্রমিলা ফুটবলে রেহেনা একাডেমি চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
কুড়িগ্রামে প্রমিলা ফুটবলে রেহেনা একাডেমি চ্যাম্পিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় রেহনা স্পোর্টস একাডেমি ৩-১ গোলে ফুলবাড়ী উপজলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠে অনুষ্ঠিত প্রমিলা ফুটবলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট বাদল হালদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঙ্কর কুমার বিশ্বাস, ফুলবাড়ী ইউএনও দেবেদ্রনাথ উঁরাও, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, রেহানা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রেহানা পারভীন, নাগেশ্বরী উপজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজি নাজমুল হুদা লাল প্রমুখ।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।