ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সূত্রাপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
সূত্রাপুরে খণ্ডিত মরদেহ উদ্ধার

ঢাকা: পুরান ঢাকার সূত্রাপুরে লাগেজ ও প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বি-খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সূত্রাপুরের সাইকেলমাঠ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সূত্রাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, সকালে ওই এলাকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরিত্যক্ত ভেবে বস্তার মুখ খুলে দ্বি-খণ্ডিত মরদেহ দেখে চিৎকার শুরু করে।

এ সময় এলাকার লোকজন এসে খণ্ডিত মরদেহ দেখে থানায় খবর দেয়।

তিনি বলেন, একটি ছোট লাগেজে হাঁটু থেকে কোমর পর্যন্ত ও একটি প্লাস্টিকের বস্তায় হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের অংশবিশেষ পাওয়া যায়।

পুলিশ এ খণ্ডিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য দ্বি-খণ্ডিত মরদেহ মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশ পরিদর্শক আক্তার।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।