ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নানান কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
লক্ষ্মীপুরে নানান কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন ক্ষ্মীপুরে বিজয় দিবস

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাগে ৬টায় ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।

পরে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার কাজল কান্তি দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্র লীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শহীদ বেদিতে পুষ্পাস্তবক অর্পণ করেন।  

সকাল পৌনে ৭টায় শহরের বাগবাড়িস্থ গণকবরের ফুলেল শ্রদ্ধা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর স্টেডিয়ামে শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।