ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৮১ মুক্তিযোদ্ধাকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
নারায়ণগঞ্জে ৮১ মুক্তিযোদ্ধাকে সম্মাননা  অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বি মিয়া ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। 

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলার ৮১ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা দেওয়া হয়।  

অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত কারণ আমরা স্বাধীন।

আমাদের এই বিজয়ের মূল কৃতিত্ব মুক্তিযোদ্ধাদের। আপনারা আমাদের জাতির বীর সন্তান।

 জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, অনেক রাষ্ট্র বছরের পর বছর ধরে মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে কিন্তু তারা বিজয়ের কাছাকাছি যেতে পারছে না। আমরা পেরেছি, তাই আজকে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থানও অনেক উপরে। আজ আমাদের সেই বিজয়ের দিন।  

এছাড়া এ সময় মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়।

সম্মাননা হিসেবে প্রত্যেককে দেওয়া হয় একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি গিফট বক্স ও নগদ ১ হাজার টাকা।  

সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, মহিলা সংসদ সদস্য হুসনে আরা বাবলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।