ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী সাইক্লিস্টের ‘বিজয় রাইড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ফেনী সাইক্লিস্টের ‘বিজয় রাইড’ ফেনী সাইক্লিস্টের বর্ণাঢ্য র‌্যালি

ফেনী: দেশের ৪৭তম বিজয় দিবসে ফেনীতে ‘বিজয় রাইড’ নামে ফেনী সাইক্লিস্টের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।

এর আগে, র‌্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মনোজ কুমার।

ফেনী সাইক্লিস্টের আহ্বায়ক ইমন উল হকের ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন- নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শ্যামল কান্তি বসাক, আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।