ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রশিকনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুনতাজ আলী (৭২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুনতাজ উপজেলার কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুরে রশিকনগর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মুনতাজ। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।