ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে আনসার সমাবেশ ও পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
হবিগঞ্জে আনসার সমাবেশ ও পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা আনসার সমাবেশ ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা আনসার-ভিডিপির আয়োজনে ও হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার বিধান ত্রিপুরা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট সাইফুল্লাহ রাসেল এবং সঞ্চালনা করেন- চুনারুঘাট উপজেলা প্রশিক্ষিকা তাহমিনা বেগম।

পরে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২২ আনসার সদস্যের মধ্যে চারটি সেলাই মেশিন, দু’টি বাইসাইকেল ও ১৬টি ছাতা বিতরণ কররা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।